তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৩ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের সময়সূচি নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সতর্কতা দেন।

তিনি বলেন, “এখন পর্যন্ত তফসিল ঘোষণা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি তারিখ জানিয়ে দিচ্ছে, তা তার নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে।”

আরও পড়ুন: নির্বাচনে উপদেষ্টা পদে থাকা কেউ প্রার্থী হতে পারবেন না: ইসি আনোয়ারুল

তিনি আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছে নির্বাচন কমিশন।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কেউ কেউ আবার সম্ভাব্য ভোটের তারিখ হিসেবে ফেব্রুয়ারির কথা উল্লেখ করছেন। এ বিষয়ে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব তথ্য সরকারি নয় এবং যাচাইবাছাই ছাড়া প্রচার করা উচিত নয়।

আরও পড়ুন: পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা

ইসি সূত্র জানায়, আগামী রোববার তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন একটি আনুষ্ঠানিক বৈঠক করবে। এছাড়া তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করার আবেদন করা হয়েছে। রাষ্ট্রপতি ইসির পাঠানো চিঠির জবাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টা সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন।