ঈদে শাকিবের সঙ্গে বুবলী ও অপু বিশ্বাসের লড়াই

আসন্ন ঈদ-উল-আজহায় সিনেমা মুক্তির মাধ্যমে চিত্রনায়ক শাকিবের সঙ্গে লড়াইয়ে নামছেন বুবলী ও অপু বিশ্বাস। শাকিব খান অভিনীত “প্রিয়তমা” আলোচনার শীর্ষে থাকলেও শবনম বুবলীর “প্রহেলিকা” ও অপু বিশ্বাসের “লাল শাড়ি” এবার ঈদে বেশ আলোচনায় রয়েছে। সিনেমা দেখে দর্শকই বিচার করবেন তাদের এই লড়াইয়ে কে হারবে আর কে জিতবে।
পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে ৫টি সিনেমা মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক-নিমার্তারা। এই পাঁচ সিনেমা হলো- হিমেল আশরাফের “প্রিয়তমা”, রায়হান রাফির “সুড়ঙ্গ”, চয়নিকা চৌধুরীর “প্রহেলিকা”, সৈকত নাসিরের “ক্যাসিনো” এবং বন্ধন বিশ্বাসের “লাল শাড়ি”।
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে সবকটি সিনেমার জোরপ্রচারণা চলছে। ইতোমধ্যে শাকিব খান অভিনীত “প্রিয়তমা” আলোচনার শীর্ষে রয়েছে। আলোচনায় আছে আফরান নিশো ও তমা মির্জার “সুড়ঙ্গ” এবং অবশ্যই সিনেমাটির আইটেম গানের নুসরাত ফারিয়া। যে গানটি দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছে।
অভিনেতা মাহফুজ আহমেদ বহুদিনের আড়াল ভেঙে শবনম বুবলীর সঙ্গে “প্রহেলিকা” নিয়ে ফিরছেন। এটিও বর্তমানে বেশ আলোচনায় রয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’
সিনেমা হলের সংকটের কারণে দীপংকর দীপন তার নির্মিত “অন্তর্জাল”কে মুক্তির মিছিল থেকে প্রত্যাহার করে নেন। সেই সংবাদ তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে।
“ক্যাসিনো” সিনেমায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে শাকিব বলয়ের বাইরে পা রেখেছিলেন বুবলী। এই সিনেমায় চিত্রনায়ক নীরবের লুকও দারুণ পছন্দ করেছেন দর্শকরা।
চিত্রনায়ক সাইমনের সঙ্গে “লাল শাড়ি” দিয়ে অপু বিশ্বাসও শাকিব খান, বুবলীর সঙ্গে এবার ঈদে আলোচনায় থাকছেন।
মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি হল পাবে শাকিবের “প্রিয়তমা”। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স “স্টার সিনেপ্লেক্সে” ঈদের সপ্তাহে চলবে চারটি সিনেমা। যারা মধ্যে রয়েছে “প্রিয়তমা”, “সুড়ঙ্গ”, “প্রহেলিকা” ও “ক্যাসিনো”। স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মোট ২১টি স্ক্রিন রয়েছে। এসব পর্দায় দেখা যাবে এই চারটি সিনেমা। ঈদের পরের সপ্তাহ থেকে দেশের সিনেমার পাশাপাশি বিদেশি সিনেমাও দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে।
হল মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে মাল্টিপ্লেক্সসহ ৬০টির মতো সিনেমা হল সক্রিয় রয়েছে। এর বাইরে দুই ঈদকে ঘিরে কিছু সিনেমা হল চালু হয়, যেগুলো সারা বছর বন্ধ থাকে। এই মৌসুমী হলগুলো মূলত ঈদের ২ থেকে ৩ সপ্তাহ খোলা থাকে।
এই অবস্থায় দেশে সিনেমা হল বাড়ানোর দাবি করে আসছেন প্রযোজকরা। “অন্তর্জাল”র প্রযোজক মোহাম্মদ আলী হায়দার বলেন, “আমাদের সিনেমা হল বাড়াতে হবে। সব উপজেলায় সিনেপ্লেক্স বানাতে হবে। তবে এখনকার বাস্তবতায় আমি মনে করি, প্রতি মাসে ধারাবাহিকভাবে সিনেমা মুক্তি দেওয়া উচিৎ”