ফারুকী-তিশার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তি আজ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৩ | আপডেট: ৯:১২ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে।

জানা গেছে, এই সিনেমা তিশা-ফারুকী দম্পতির জন্য অনেকগুলো ‘প্রথম’ এর একটি সমন্বয়। তিশার কথায়, ‘সন্তান হওয়ার পর আমার (তিশা) প্রথম কাজ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। একজন লেখিকা হিসেবে আমার প্রথম লেখা। মেয়ে ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়। এক কথায় এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে আমাদের। আর যে কোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল।’

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সিনেমাটির বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন,‘‘যেদিন আমরা “সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি” বানানোর জন্য যাত্রা শুরু করছিলাম। বা আসলেই কি ওই দিনই যাত্রা শুরু করছিলাম নাকি এই যাত্রা আরো অনেক আগ থেকেই শুরু? আজকে রাতে চরকিতে আসছে সিনেমাটি। মনের মধ্যে কি চলতেছে এটা ব্যাখ্যা করা মুশকিল। ফার্স্ট টাইম ফিল্মমেকারের উত্তেজনা টের পাচ্ছি।’’

অটোবায়োগ্রাফি’তে ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

মুভির শিরোনামটি নেওয়া হয়েছে বিশ্ব চলচ্চিত্রের অগ্রদূত বিখ্যাত জাপানি নির্মাতা আকিরা কুয়োসাওয়ার স্মৃতিকথা থেকে।

চরকির জন্য নিবেদিত মুভিটি তৈরি হয়েছে ফারুকীর প্রতিষ্ঠিত ফিল্ম প্রোডাকশন হাউজ ছবিয়ালে।

চিত্রগ্রহণে কাজ করেছেন তাহসিন রহমান এবং শব্দ সংযোজন করেছেন রিপন নাথ। সঙ্গীত আয়োজনে ছিলেন পাবেল অরিন, আর যাবতীয় সম্পাদনার দায়িত্ব পালন করেছেন মোমিন বিঃশ্বাস। শিল্প নির্দেশনায় ছিলেন শিহাব নুরুন নবী এবং পোষাক পরিকল্পনায় কাজ করেছেন ইদিলা ফরিদ তুরিন।