রহস্যময় পোস্ট দিলেন পরীমণি
 
                                        দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ঢালিউড সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। ‘ডোডোর গল্প’র গল্পের মাধ্যমে দেখা যাবে বড় পর্দায় নায়িকাকে। এর পর বেশ কিছু কাজ করেছেন তিনি। সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুকিং’। 
এ ছাড়া কয়েক দিন আগে অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন ও হারল্যান স্টোরের শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ। সব মিলিয়ে সুসময় পার করছেন আলোচিত এই নায়িকা।
আরও পড়ুন: ৮ ঘণ্টা কর্মদাবি নিয়ে যা বললেন কোয়েল মল্লিক
তবে হঠাৎ কী যেন হলো, রেগে আগুন পরীমনি। চলচ্চিত্রের দুর্বৃত্তায়ন নিয়ে বিস্ফোরক নায়িকা। রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরী লিখেছেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক, শুয়োরের বাচ্চাদের জন্যে সিনেমার পিছন মারা হচ্ছে। শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।
আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে, বয়স কোনো বিষয় নয়’
যদিও এই পোস্টের রহস্য এখনো অজানা। কোনো কিছু খোলাসা করেননি নায়িকা।
বিরতি কাটিয়ে ফেরার পর একে একে বেশ কিছু কাজে যুক্ত হয়েছেন পরীমনি। শিগগিরই ‘রঙিলা কিতাব’ নামে অনম বিশ্বাসের একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া টলিউডে ‘খেলা হবে’ নামে আরও একটি সিনেমাও রয়েছে পরীর হাতে।
সম্প্রতি বঙ্গবিডিতে মুক্তি পেয়েছে ভালোবাসার গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বুকিং। নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে পরীমনির বিপরীতে জুটি বেঁধেছেন এবিএম সুমন।  চলচ্চিত্রটি ইতোমধ্যে দর্শকমহলে প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত চলচ্চিত্র ডোডোর গল্প। নির্মাতা রেজা ঘটকের পরিচালনায় এতে পরীর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক।





 
                                                    
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                    