এবার সমালোচনার কড়া জবাব দিলেন জেফার
জেফার রহমানের নতুন ইংরেজি গান 'স্পাইসি' মুক্তির পর থেকেই বিতর্কের ঝড়। গানটিতে নার্গিস আক্তারের গাওয়া জনপ্রিয় বাংলা গান 'সোনা বন্ধু তুই আমারে'-র দুই লাইন ব্যবহার করা হয়েছে। এই অংশ নিয়েই নেটদুনিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন জেফার।
সমালোচনার জবাবে জেফার বলেছেন, "যে অংশ নিয়ে সমালোচনা হচ্ছে, সেটা আমার লেখা বা সুর করা নয়। লিরিকটা ফুয়াদ ভাইও লেখেননি। অনেক আগে নার্গিস নামের একজন গানটি গেয়েছিলেন। ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। ২০০৬ সালে ফুয়াদ ভাই কানিজ সুবর্ণাকে নিয়ে গানটি করেছিলেন।"
আরও পড়ুন: প্রেমের গুঞ্জনকে সত্য করে বিয়ে করলেন জেফার-রাফসান
তিনি আরও বলেছেন, "আমি শুধুমাত্র আমার শিল্পী হিসেবে কর্তব্য পালন করছি। আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। আমার গানটি অনেকে পছন্দ করেছেন। কিছু সমালোচনাও হচ্ছে। আমি সেগুলো গ্রহণ করছি।"
ট্রল হওয়া প্রসঙ্গে জেফার, ‘ট্রলকে কখনও পাত্তা দিই না। নিজের যোগ্যতা সম্পর্কে জানি আমি। কী করতে পারি, সেটা কাজের মধ্য দিয়ে ইতোমধ্যে প্রমাণ করে এসেছি। সামনেও কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। তাই সমালোচনা নিয়ে আমি একিদমই ভাবি না।’
আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলা: স্ত্রীসহ ১১ আসামির সম্পদ জব্দের আবেদন
গায়িকার ভাষ্য, ‘আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এই ট্রল নিয়ে নড়েচড়ে বসতো। আমাকে এইসব ভাবায় না। আমার চেহারা যেহেতু পরিচিত, তাই সমালোচনাটা আমার ঘাড়ে পড়ছে। তবে বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই।’





