এইডসের গুজবে যা জানালেন মমতাজ
দেশের জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এইডস আক্রান্ত হওয়ার গুজব উড়িয়ে দিয়ে বলেছেন, "আমি সুস্থ ও ভালো আছি।"
এই মিথ্যা তথ্যে বিব্রত এ শিল্পী সংবাদমাধ্যমকে জানান, "আমার নাকি এইডস হয়েছে! শুনে অবাক হয়েছি। বিষয়টি একেবারেই মিথ্যা ও বিব্রতকর। আল্লাহর রহমতে আমি বরং সুস্থ আছি এবং ভালোই করছি। আর সেই কারণেইই আমি দেশ-বিদেশে স্টেজ শো নিয়ে ঘুরে বেড়াতে পারছি।"
আরও পড়ুন: বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নোরার
এছাড়া তিনি বলেন, ঈদের পরও দেশের বাইরে শো করার কথা জানিয়ে মমতাজ আরও বলেন, "যারা এই মিথ্যা তথ্য বা গুজব ছড়াচ্ছে তাদের বিবেক বুঝে আসুক। যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলব, এসব ভালো কাজ নয়। ভালো পথে থাকুন। আর আমার ভক্তদের অনুরোধ, এসব গুজবে কান দেবেন না। আপনাদের মমতাজ সবার দোয়ায় অনেক ভালো আছে।"





