শাকিব খানকে নকলের অভিযোগ সালমানের বিরুদ্ধে

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ন, ২৪ মার্চ ২০২৫ | আপডেট: ২:৩৯ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের সিনেমা থেকে শুরু করে সব জায়গায় নায়ক-নায়িকাদের পোশাক ও চালচলনের কপি করার চলটা বেশ পুরোনো। কিন্তু এবার ঘটনা ঘটেছে ঠিক উল্টো। কপি করা নিয়ে ‍বিতর্কে জড়ালেন সয়ং বলিউড সুপারস্টার সালমান খান! তাও আবার ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কপি করার অভিযোগ উঠল ভাইজানের বিরুদ্ধে! আর এ বিতর্কিই এখন উত্তাল নেটদুনিয়া। 

বিতর্কের সূত্রপাত সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘সিকান্দার’ নিয়ে। আগামী ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম বুকিংও।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

এদিকে ‘সিকান্দার’ ছবির প্রযোজক তার সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জোহরা যাবিন’ গানটি শেয়ার করার পরই। সেই গান দেখেই নেটিজেনদের অভিযোগ, সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে কপি করেছেন! 

২০২৩ সালে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি। সেই ছবিতে ‘কুরবানি কুরবানি’ গানে শাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন বলি সুপারস্টার। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে সালমানের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই কটাক্ষ করেছেন অনেকেই।

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’-এর বিরুদ্ধে। যেখানে দুইটি গানের কোরিওগ্রাফিতে প্রায় একইরকম দৃশ্যের দেখা মিলেছে।

এদিকে নেটিজেনের এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুগামীরাও। তাদের দাবি- ‘পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’ অন্যদিকে আরেক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন ‘কী দিন এলো, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে!’ 

অপরজনের মন্তব্য, ‘দারুণ বিষয়! ভাইজান প্রচুর বাংলাদেশি ছবি দেখছেন।’ কেউ লিখেছেন, ‘ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না!’ এমনই সব তর্ক-বিতর্কে সরগরম নেটপাড়া।