থালাপতি বিজয়ের ঘোষণা: ‘আমাদের শত্রু একটাই, বিজেপি’

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:৫২ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুর মাদুরাই জেলায় আয়োজিত এক মহাসমাবেশে উপচে পড়ে মানুষের ঢল। লাখো ভক্ত-সমর্থকের উচ্ছ্বাস-ভালোবাসায় মঞ্চে ওঠেন দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। সেখানেই তিনি দেশের ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ছুড়ে দেন রাজনৈতিক হুংকার। মুহূর্তেই গর্জে ওঠে জনসমাবেশ।

এটি ছিল দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর মহাসমাবেশ। দলের প্রতিষ্ঠাতা ও নেতা থালাপতি বিজয় নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।”

আরও পড়ুন: বোল্ড লুকে ঝড় তুললেন জয়া আহসান

যদিও ভারতের মূলধারার গণমাধ্যম তার বক্তব্য এড়িয়ে গেছে, তবে দক্ষিণ ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাষণের ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, কপাল ও হাতে কমলা-হলুদের ওড়না বেঁধে সাহসী নেতার বেশে বিজয় জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

শুধু ভারতের নয়, বাংলাদেশের ভক্তরাও বিজয়ের এই সাহসী অবস্থানকে স্বাগত জানিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন— “সিনেমার নায়ক থেকে তিনি এখন বাস্তবের নায়ক।”

আরও পড়ুন: শাহরুখ খান ও দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

চেন্নাইয়ে জন্ম নেওয়া যোসেফ বিজয় চন্দ্রশেখরকে ভক্তরা ভালোবেসে ডাকেন থালাপতি (অর্থাৎ সেনাপতি)। একের পর এক হিট ছবির মাধ্যমে কোটি দর্শকের মন জয় করা এই নায়ক ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় রাজনীতিতে নাম লেখান। ২০২৪ সালের অক্টোবরে প্রথম জনসভায় অংশ নেওয়ার পর থেকেই টিভিকে নিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে আলোড়ন তৈরি হয়। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছেন তিনি।

তার লক্ষ্য একটাই— জনসেবা। কারণ বিজয়ের মতে, “রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি জনসেবা।”