আইডিয়া দেওয়ার জন্য পারিশ্রমিক নেন শাহরুখের স্ত্রী গৌরী খান

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান শুধু জনপ্রিয় নন, ইন্টিরিয়র ডিজাইনের দুনিয়ায়ও এক সুপরিচিত নাম। বড় বড় সেলেবদের বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে অফিস ডিজাইন করেছেন তিনি।

সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকুলিন ফার্নান্দেজ, করণ জোহর, অনন্যা পান্ডে ও মনীশ মালহোত্রার মতো তারকারা গৌরীর ডিজাইন করা বাড়ি ও অফিসে থাকেন কিংবা কাজ করেন।

আরও পড়ুন: আইনি জটিলতায় শাহরুখকন্যা সুহানা খান!

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্যই গৌরী খান ৬ লাখ টাকা পারিশ্রমিক নেন। অর্থাৎ, পরামর্শ নিতে চাইলে এত টাকা খরচ করতে হয়। আর বাড়ি সাজানোর দায়িত্ব নিলে তার পারিশ্রমিক দাঁড়ায় ৩০ লাখ থেকে ৫ কোটি টাকার মধ্যে।

বিলাসবহুল বাংলো ডিজাইনের ক্ষেত্রে গৌরীর চাহিদা আরও বেশি—প্রায় ৩ কোটি থেকে ১০ কোটি টাকা। আর বাণিজ্যিক প্রোজেক্টের জন্য তিনি নেন ৫০ লাখ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত। শুধু তাই নয়, গৌরী খানের ডিজাইন করা কাস্টমাইজ আসবাবপত্রের দামও লাখ টাকার উপরে।

আরও পড়ুন: আমি কখনো কারো সাথে যৌন সম্পর্ক করিনি: মেঘনা আলম