নতুন প্রেমের গুঞ্জন মালাইকার

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের ফিটনেস কুইন মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন বরাবরই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তিনি ছিলেন কিছুটা আড়ালে। তবে গোপন প্রেম কি আর বেশিদিন চাপা থাকে! এবার নতুন করে শিরোনামে এলেন হাঁটুর বয়সী এক তরুণ ব্যবসায়ীর হাত ধরে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সম্প্রতি মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে এক রহস্যময় পুরুষের সঙ্গে দেখা যায় মালাইকাকে। এরপর থেকেই জোর গুঞ্জন শুরু হয়। জানা যায়, ওই ব্যক্তি হলেন তরুণ হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা। কনসার্টের পর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে বলিউড মহলে রটতে থাকে প্রেমের খবর।

আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলা: স্ত্রীসহ ১১ আসামির সম্পদ জব্দের আবেদন

এই গুঞ্জন আরও প্রকট হয় গত বুধবার মুম্বাই বিমানবন্দরে। যদিও মালাইকা ও হর্ষ কেউই ক্যামেরার সামনে একসঙ্গে ধরা দিতে চাননি, তবুও শেষ পর্যন্ত আড়ালে রাখা গেল না। দু’জন প্রায় একই সময়ে একই টার্মিনালে এসে পৌঁছান। মালাইকা সামনে এগিয়ে যান, আর ক্যাজুয়াল পোশাকে মাস্ক পরা হর্ষ মেহতাকে তার পেছনের পথেই হাঁটতে দেখা যায়।

পার্কিং এরিয়ায় পৌঁছে দু’জনকে একই গাড়িতে উঠতেই দেখেন উপস্থিত ফটোসাংবাদিকরা। মালাইকা আগে গাড়িতে ওঠেন, আর কয়েক সেকেন্ড পর হর্ষও একই গাড়িতে প্রবেশ করেন। ফলে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তুঙ্গে উঠেছে সোশ্যাল মিডিয়ায় এবং বলিউড মহলে।

আরও পড়ুন: বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নোরার