গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২২ জন

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২:৪৭ পূর্বাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২২
(no caption)
(no caption)

দেশে গত ২৪ ঘণটায় করোনার নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৭০৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ২৬ জনের। সংক্রমণ কমেছে দশমিক ৩৬ শতাংশ। সোমবার শনাক্তের হার ছিল দশমিক ৯৬ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৬০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৫ জনের। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আরও পড়ুন: ডেঙ্গুতে সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ১২ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬৮৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ২১০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। গত কালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫২ শতাংশ।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৬৩৩

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের দেহে। শনাক্তের হার দশমিক ৫৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ।