বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৪১ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে মোহাম্মদ জামাল হোসেন (৪০) নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় জামাল হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: ডেঙ্গুতে সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জামাল হোসেনের মাথায় গুলি লেগেছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আহত জামালের ভাই মো. সজল জানান, তার ভাই বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৬৩৩

তিনি বলেন, রাত ৮টার দিকে ভাই সংগঠনের অফিস ক্লাবের সামনে গেলে মুখোশ পরা দুইজন দুর্বৃত্ত সামনাসামনি এসে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই।

আহত জামাল মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকেন। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।