বিশ্বের সেরা পাসপোর্ট আমিরাতের, বাংলাদেশ ১৮২তম

Shakil
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ন, ১৬ মে ২০২৩ | আপডেট: ৩:২৩ অপরাহ্ন, ১৬ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের ১৯৯টি দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী আর সেরা পাসপোর্টের খেতাব জিতে নিলো সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট।

সোমবার (১৫ মে) বিনিয়োগ, দ্বৈত নাগরিকত্ব ও পাসপোর্ট বিষয়ক ট্র্যাকিং সংস্থা ‘নোমাড ক্যাপিটালিস্ট’ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

নোমাড ক্যাপিটালিস্টের বিবৃতিতে অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের পরের অবস্থানে রয়েছে লুক্সেমবার্গের পাসপোর্ট। তৃতীয় অবস্থানে সুইজারল্যান্ডের পাসপোর্ট, চতুর্থ স্থানে আয়ারল্যান্ড ও পঞ্চম স্থানে পর্তুগালের পাসপোর্ট।

এর পরে ষষ্ট থেকে দশম স্থানে যথাক্রমে রয়েছে- জার্মানি, চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, সুইডেন ও ফিনল্যান্ডের পাসপোর্ট।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

বিশ্বের সব থেকে শক্তিশালী পাসপোর্ট হওয়ার কারণে আমিরাতের পাসপোর্টধারী ব্যক্তি ১৮১টি দেশে ভিসামুক্ত প্রবেশ ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ কর থেকেও অব্যাহতি পাবেন তারা। সেইসঙ্গে দ্বৈত নাগরিকত্ব লাভের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন।

সংস্থাটির তথ্যমতে, বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ৩৭.৫০ স্কোর নিয়ে বাংলাদেশের পাসপোর্ট ১৮২তম। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত অথবা অন-অ্যারাইভাল ভিসায় ৪৯টি দেশে ভ্রমণ করতে পারবেন।

এই সূচকে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ৪৩তম। যুক্তরাজ্য ৩০তম ও অস্ট্রেলিয়া ৩৯তম।