কুয়েতে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৫ ও আহত ১১

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৩ | আপডেট: ৭:০০ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৩
কুয়েতে সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত
কুয়েতে সড়ক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

গত দুইদিনে কুয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন প্রবাসী নিহত এবং আহত হয়েছেন ১ জন বাংলাদেশিসহ অন্তত ১১ জন।

দেশটির স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় রবিবার (৯ জুলাই) কুয়েত ৬ নং রোডে তিনটি গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ৪ জন মারা যান। তারা ৪ জন মিশরীয় নাগরিক।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

এ দুর্ঘটনায় আহত হয় একজন বাংলাদেশিসহ ৮ জন। চিকিৎসার জন্য প্যারামেডিকেল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের একজন চট্টগ্রামের বন্দর থানার বাসিন্দা বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

অপরদিকে, কুয়েতের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আরেকটি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। দেশটির ফায়ার সার্ভিস বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা হতাহতদের তাত্ক্ষণিক পরিচয় জানাতে পারেনি।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল