কলম্বিয়ায় ভূমিধস, প্রাণহানি ১৮
দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় ভূমিধসের ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও আহত হয়েছেন প্রায় ৩০ জন।
শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর এএফপির।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
কলম্বিয়ার চকো বিভাগের গভর্নরের অফিসের এক কর্মকর্তা এএফপিকে জানান, বেশ কয়েকটি ভূমিধসের কারণে মেডেলিন ও কুইবডো শহরের সঙ্গে সংযোগকারী রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় স্থানীয় পৌরসভার কাছে একটি বাড়িতে আশ্রয় নিতে অনেক লোক যানবাহন থেকে বেরিয়েছিল। এমন সময় ভূমিধস হলে অনেক লোক হতাহত হয়।
দেশটির কর্মকর্তারা বলছেন, এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
কলম্বিয়ার ভাইস-প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক-এ (টুইটার) জানিয়েছেন, ভূমিধসে প্রায় ৩০ জন আহত হয়েছে।
কারমেন ডি আত্রাতো শহরের মেয়র জেইম হেরেরা স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, ভূমিধসে লোকজন গুরুতরভাবে আহত হয়েছেন। এ ছাড়া অনেক লোক এখনও নিচে আটকা পড়ে রয়েছে। তবে তিনি কোনো পরিসংখ্যান দেননি।





