ঝড় ও তুষারপাতের কারণে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৪ | আপডেট: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শক্তিশালী শীতকালীন ঝড় এবং তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন মার্কিন এয়ারলাইন্সগুলো। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) দেশটিতে ঝড় আঘাত হানার পর ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়ে যায়। মধ্যপশ্চিম ও দক্ষিণে ফ্লাইট বিলম্ব এবং বাতিলের কারণে শত শত যাত্রী মার্কিন বিমানবন্দরে আটকা পড়ে।

এ ছাড়া মধ্য আটলান্টিকে সৃষ্ট ঝড়টির তাণ্ডবে পূর্ব উপকূলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট অ্যাওয়ার ডটকম’-এর উদ্ধৃত দিয়ে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঝড়ের কারণে এ পর্যন্ত দুই হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে ।’ শিকাগোর ‘ও'হার’ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩৬ শতাংশ অন্তর্মুখী ফ্লাইটের মধ্যে প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর আউটবাউন্ড এবং ইনবাউন্ড উভয় ফ্লাইটের প্রায় ৬০ শতাংশ বাতিল করেছে।

শিকাগোর ও'হারে আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৫ মাইল প্রতি ঘণ্টায় বাতাস বইছে। আরকানসাসেও ৭৪ মাইল প্রতি ঘণ্টায় বাতাসের ঝড় বয়ে গেছে। 

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন মার্কিন এয়ারলাইন্স, এর মধ্যে সাউথওয়েস্ট এয়ারলাইন্স ৪০১টি ফ্লাইট বাতিল করেছে, এরপর স্কাইওয়েস্ট বাতিল করেছে ৩৫৮টি ফ্লাইট। ইউনাইটেড এয়ারলাইন্স এখন পর্যন্ত ২৮৪টি ফ্লাইট বাতিল করেছে। বেশিরভাগ ক্ষেত্রে শীতের ঝড়ের কারণে ফ্লাইটগুলো বাতিল হয়েছে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যায়, পানির তোড়ে ভেসে যাচ্ছে বাড়ি-ঘর। এছাড়াও নিমজ্জিত হয় বহু যানবাহন, হাসপাতাল এবং অফিস। ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। দক্ষিণে অঞ্চলে প্রচণ্ড বজ্রঝড় ও তুষারঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাট বাড়ছে। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত গ্রেট লেক এবং দক্ষিণে প্রায় ২ লাখ ৫০ হাজার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে।  আশঙ্কা করা হচ্ছে, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, বোস্টনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও আঘাত হানবে ঝড়টি। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, সে সময় ঘণ্টায় ৮০ কিলোমিটার থাকবে গতিবেগ।

সূত্র: ইউএস নিউজ