ঢাকার অনুরোধে ভারতের বার্তা

থাইল্যান্ডে ইউনুস মোদির দ্বিপাক্ষীয় বৈঠক হচ্ছে না

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৫ | আপডেট: ৮:২১ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিঃ সংগৃহীত

থাইল্যান্ডে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে না। শুক্রবার (২৮ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে প্রধানমন্ত্রী মোদি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠক করবেন। থাইল্যান্ড সফরে ওটাই মোদির একমাত্র দ্বিপক্ষীয় বৈঠক।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি যাতে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন, সে জন্য বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল। নরেন্দ্র মোদি বিমসটেকের বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন ৩ এপ্রিল। পরের দিন তিনি সরকারি সফরে ব্যাংকক থেকে চলে যাবেন শ্রীলংকার রাজধানী কলম্বোয়।

এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন সম্প্রতি মন্তব্য করেছিলেন যে, তারা ভারতের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত আছেন এবং তাদের আশা, যদি বৈঠক হয়, তবে এটি দ্বিপক্ষীয় সম্পর্কের স্থবিরতা কাটাতে সহায়ক হতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ড. ইউনূস-এর সঙ্গে বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের অনুরোধ বর্তমানে বিবেচনা করা হচ্ছে। তবে, ভারতীয় সূত্র জানাচ্ছে যে, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হতে পারে, তবে কাঠামোগত বৈঠকের সম্ভাবনা কম।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

ভারত মনে করছে, ড. ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে কাঠামোগত আলোচনার পরিবেশ এখনও পুরোপুরি তৈরি হয়নি। তাই বৈঠকটি বড় ধরনের আলোচনা বা সিদ্ধান্তের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কম।