৪ বছরে সর্বনিম্ন বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ৫:৫৫ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্যযুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে, চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় বিগত গত চার বছরের মধ্যে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বুধবার (৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩৮ ডলার বা ৩ দশমিক ৭৯ শতাংশ কমে ৬০ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে, একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২ দশমিক ৪৬ ডলার বা ৪ দশমিক ১৩ শতাংশ কমে ৫৭ দশমিক ১২ ডলারে নেমে গেছে।

আরও পড়ুন: সর্বোচ্চ প্রস্তুতিতে আছে ইরান: আইআরজিসি

এরই মধ্যে চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

এর আগে, সোমবার চীনের প্রতি সতর্কতা উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা (চীন) যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের ওপর আরও শুল্ক চাপানো হবে।

আরও পড়ুন: ইসরায়েলের গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে কঠোর পদক্ষেপ নিতে হবে

গত সপ্তাহেই চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর তারাও আমদানিকৃত সব আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। 

মূলত বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্কযুদ্ধের জটিলতা এবং সরবরাহ বাড়ানোর সম্ভাবনা তেলের চাহিদায় হ্রাসের আশঙ্কা সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ আমদানির ওপর ব্যাপক শুল্ক আরোপের পর থেকে এ ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করবে এবং জ্বালানির চাহিদাকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে।