নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হাডসন নদীতে একটি পর্যটকদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশেপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।
শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আরও পড়ুন: জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। বিমানটিতে কমপক্ষে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন। বিকেল সোয়া তিনটার দিকে বেল ২০৬ লংরেঞ্জার হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সির মধ্যকার নদীতে পড়ে যায়।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, নিহতদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন
‘নিউইয়র্ক হেলিকপ্টারস’ নামক একটি সংস্থা এই হেলিকপ্টারটি পরিচালনা করত। ম্যানহাটনের ডাউনটাউন স্কাইপোর্ট থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে উড্ডয়ন করেছিল হেলিকপ্টারটি।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে পড়ে এবং তারপর হাডসন নদীতে পড়ে যায়। নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হেলিকপ্টারটি প্রায় ১৬ মিনিট ধরে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়।