ভারত-পাকিস্তানের তুমুল উত্তেজনা

পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ০৪ মে ২০২৫ | আপডেট: ৭:০৯ পূর্বাহ্ন, ০৪ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। এই হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী- দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। 

অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে টানা ১০ দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

ভারতকে এবার কড়া বার্তা দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি।

তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে।  

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৬৯ জন নিহত, মোট প্রাণহানি ৬০ হাজার ছাড়াল

তিনি বলেন, “কিছু ফাঁস হওয়া নথি থেকে জানা গিয়েছে যে পাকিস্তানের নির্দিষ্ট কিছু অঞ্চলে হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আমাদের মনে হচ্ছে, এই হামলা আসন্ন।

খালিদ জামালি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী জনগণের সমর্থনপুষ্ট এবং প্রয়োজনে ‘পূর্ণ শক্তি’ দিয়ে জবাব দেবে। তিনি বলেন, “আমরা পাকিস্তানে আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করব, সাধারণ ও পারমাণবিক উভয়ই।

তিনি আরও বলেন, ভারত  যদি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করে পানি আটকে দেওয়া বা অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সেটিকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে।

গত কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তানের একাধিক মন্ত্রী এবং কূটনীতিক ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে চলেছেন।