ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ন, ২৩ জুন ২০২৫ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দক্ষিণ ইসরাইলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলা চালানোর কথা নিশ্চিত করেছে।

সোমবার (২৩ জুন) আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

এদিকে, টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলের ইলেকট্রিক কর্পোরেশন একটি কৌশলগত অবকাঠামোগত সুবিধার কাছে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। বলেছে যে ইরানি হামলায় এলাকার বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে।  

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে দলগুলো বিভিন্ন স্থানে কাজ করছে। এই অভিযানের মধ্যে অবকাঠামো মেরামত এবং নিরাপত্তা ঝুঁকি দূর করার কাজ করা হচ্ছে বলে জানানো হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে এই কাজ করা হচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের খবর বলছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের।