ট্রাম্পের নতুন পরিকল্পরা

রাশিয়ার কাছাকাছি মোতায়েন হচ্ছে মার্কিন পারমাণবিক সাবমেরিন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:০২ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘উসকানিমূলক’ মন্তব্যের জবাবে রাশিয়ার সীমানার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের ‘খুবই উসকানিমূলক মন্তব্য’-এর প্রেক্ষিতে সাবমেরিন দুটির অবস্থান বদলের নির্দেশ দিয়েছেন তিনি।

এর একদিন আগেই মেদভেদেভ ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন, "ডেড হ্যান্ড কতটা ভয়ংকর হতে পারে, সে বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের সচেতন থাকা উচিত। ‘ডেড হ্যান্ড’ হলো স্নায়ুযুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্রব্যবস্থা, যা শত্রুর প্রথম হামলায় নেতৃত্ব ধ্বংস হলেও রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক প্রতিশোধ নিশ্চিত করে।

আরও পড়ুন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প-পুতিন

ট্রাম্প বলেন, দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছি। বোকামিপূর্ণ ও উত্তেজক ওই সব মন্তব্য এর চেয়েও বেশি কিছু।  শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়ই অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি, এটি এমন ঘটনাগুলোর একটি হবে না।

বর্তমানে মেদভেদেভ রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পুতিন প্রশাসনের ঘনিষ্ঠ এক মুখপাত্র হিসেবে পশ্চিমা বিশ্বকে বারবার কড়া বার্তা দিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ভূরাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, যার সর্বশেষ উদাহরণ এই সাবমেরিন মোতায়েন।

আরও পড়ুন: ভারত থেকে মার্কিন কোম্পানিগুলোর পোশাক কেনা স্থগিত