দিল্লিতে বিক্ষোভে রাহুল ও প্রিয়াঙ্কাসহ বিরোধীদলীয় এমপি আটক

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:০১ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধীদলীয় সংসদ সদস্যদের আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতের বিপক্ষে রায় আন্তর্জাতিক আদালতের, স্বাগত জানাল পাকিস্তান

আটক করার সময় রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, "এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক মানুষ, এক ভোটের জন্য। আমরা একটি পরিষ্কার ও বিশুদ্ধ ভোটার তালিকা চাই।" তিনি অভিযোগ করেন, সরকার নির্বাচনী কমিশনকে প্রভাবিত করছে এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে।