গাজায় নিহত ৬৩, অনাহারে প্রাণ গেল ৮ জনের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:৩৯ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে একদিনে আরও অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২২ জন ছিলেন মানবিক সহায়তা নিতে আসা মানুষ। একই সঙ্গে অনাহারে আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।

রোববার (২৪ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আরও গভীরে প্রবেশ করছে। শহরটি দখল ও প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক উৎখাত করার অংশ হিসেবে তারা সামরিক অভিযান জোরদার করেছে।

আরও পড়ুন: ফোনালাপ ফাঁস, ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

সাবরা ও জায়তুন এলাকায় টানা হামলায় বেসামরিক প্রাণহানি বেড়েছে। গাজার আল-আহলি হাসপাতাল জানায়, সর্বশেষ হামলায় একটি শিশু নিহত হয়েছে। এর আগে দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে গোলাবর্ষণে ছয় শিশুসহ অন্তত ১৬ জন নিহত হন।

এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে অন্তত ২২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে মারা গেছেন আরও আটজন। যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে, যাদের মধ্যে ১১৪ জন শিশু।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর লিসা কুক

জাতিসংঘ সম্প্রতি গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রায় পাঁচ লাখ মানুষ ভয়াবহ খাদ্যসংকটে ভুগছেন।