নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে বিচারপতি হচ্ছেন বাংলাদেশি সোমা সৈয়দ

প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হতে যাচ্ছেন সোমা সৈয়দ। সিভিল কোর্টের জজ হওয়ার চার বছরের মাথায় তাকে মনোনয়ন দিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। আগামী ৪ নভেম্বরের নির্বাচনে তার জয় প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।
সোমা সৈয়দ মাত্র ১২ বছর বয়সে মা ও বাবা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাব সৈয়দের সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুল ও কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর ২০২১ সালে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের জজ হিসেবে নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন: ফোনালাপ ফাঁস, ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
গত ৭ আগস্ট কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বার্ষিক জুডিশিয়াল কনভেনশনে সর্বসম্মতভাবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের কুইন্স বরো ট্রায়াল কোর্ট বেঞ্চে পাঁচটি শূন্যপদের জন্য পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়। বিপুল করতালির মধ্য দিয়ে এই ঘোষণা দেন পার্টির প্রেসিডেন্ট এবং টানা ১৩ বার নির্বাচিত কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স।
মনোনীত প্রার্থীরা হলেন— ইরা গ্রিনবার্গ, সোমা সৈয়দ, স্যান্ড্রা পেরেজ, ফ্রান্সেস ওয়াং এবং গ্যারি মিরেট।
আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর লিসা কুক