হেলিকপ্টারের দড়ি ধরে পালালেন নেপালের মন্ত্রীরা

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ-সহিংসতা তীব্র আকার ধারণ করায় সেনা হেলিকপ্টারের দড়ি ধরে পালিয়ে যাচ্ছেন দেশটির মন্ত্রীরা—এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১০ সেপ্টেম্বর) ভিডিওটির খবর প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনা হেলিকপ্টার থেকে ঝোলানো রেসকিউ স্লিং আঁকড়ে ধরে উপরে উঠছেন। এ সময় পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ।
আরও পড়ুন: জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, দেশটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানী পাহারায় রাখা হয়েছে সেনাদের এবং সহিংসতা দমনে নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যে জেন-জি গোষ্ঠী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিল, তারা বলছে—আন্দোলনটি মূলত ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা’ ছিনতাই করেছে। ধ্বংসযজ্ঞের দায় তারা নিচ্ছে না।
আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন
প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এরই মধ্যে পদত্যাগ করেছেন বলে স্থানীয় গণমাধ্যম জানায়। বিক্ষোভকারীদের চাপে সরকারের নিয়ন্ত্রণ এখন নড়বড়ে হয়ে পড়েছে।