গাজায় ত্রাণ বহনকারী শেষ নৌযানও আটক করল ইসরায়েল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:০৫ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা–র শেষ সক্রিয় নৌযানটিও আটক করেছে ইসরায়েল। শুক্রবার (৩ অক্টোবর) সকালে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের অদূরে ইসরায়েলি কমান্ডোরা বলপূর্বক জাহাজটিতে প্রবেশ করে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পোলিশ পতাকাবাহী দ্য ম্যারিনেট’ নামের এই জাহাজে ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তুরস্কের অধিকারকর্মী সিনান আকিলতু অন্যতম।

আরও পড়ুন: ফিলিস্তিনি বন্দিদের নিয়ে পশ্চিম তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস

ঘটনার সময় লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি বাহিনী জোরপূর্বক জাহাজটির নিয়ন্ত্রণ নিচ্ছে। এর আগে যাত্রীরা এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন— আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায় প্রবেশ করেছি। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে অগ্রসর হচ্ছি।

ফ্লোটিলার আয়োজকদের দাবি, নৌবহরের মোট ৪২টি জাহাজ ও আরোহীদের ইতোমধ্যেই অবৈধভাবে আটক করেছে ইসরায়েল। তবুও ‘দ্য ম্যারিনেট’ শেষ পর্যন্ত যাত্রা অব্যাহত রেখেছিল। আয়োজকরা এই জাহাজকে ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার প্রতীক হিসেবে আখ্যা দিয়েছিলেন।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

এ ঘটনায় আন্তর্জাতিক মহলে আবারও ইসরায়েলের অবরোধ ও সামরিক পদক্ষেপ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সূত্র: আল জাজিরা লাইভ