সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাস্নাহোরকাই

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাস্নাহোরকাই। সংবাদ সংস্থা রয়টার্সের দেয়া তথ্যানুযায়ী, আজ (বৃহস্পতিবার, ৯ অক্টোবর) তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

ক্রাসনাহোরকাই এর জার্মান ভাষার উপন্যাস ‘হার্শট ০৭৭৬৯’ সম্পর্কে নোবেল কর্তৃপক্ষ বলছে, এটি জার্মান সমাজের অস্থিরতাকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। এতে জার্মানির একটি ছোট্ট শহরে সামাজিক অস্থিরতা, হত্যা ও অগ্নিসংযোগের কারণে বিপর্যস্ত জীবনের গল্প তুলে ধরা হয়েছে। এটি তুলে ধরেছে সহিংসতা ও সৌন্দর্যের অসম্ভব মিলনের গল্প।

আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

লাসলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন হাঙ্গেরির দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর জিউলায়। তার প্রথম উপন্যাস স্যাটানট্যাঙ্গো এর পটভূমিও ছিল একটি প্রত্যন্ত গ্রাম। যেখানকার দরিদ্র বাসিন্দাদের জীবনকে চিত্রিত করা হয়েছে। প্রকাশের পর এটি হাঙ্গেরির সাহিত্য অঙ্গনে বেশ সাড়া ফেলে। পরে বইটি থেকে অনুপ্রাণিত হয়ে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন হাঙ্গেরিয়ান পরিচালক বেলো ট্যার। সাদাকালো এই সিনেমাটির ব্যাপ্তি প্রায় ৭ ঘণ্টা।

প্রত্যেক বছর বিভিন্ন বিষয়ে বিশেষ ও অসামান্য অবদান রাখার পুরষ্কারস্বরূপ নোবেল পুরস্কার দেয়া হয়। এর একটি হলো সাহিত্য। এ বছর সাহিত্যে অসামান্য অবদান রাখার পুরস্কার স্বরূপ নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান এ লেখক।

আরও পড়ুন: গাজায় প্রথম দফায় মুক্তি পেলেন যারা

সুইডিশ অ্যাকাডেমি জানায়, আকর্ষণীয় এবং দূরদর্শী রচনার জন্য তাকে এ বছর সাহিত্যে নোবেল দেয়া হয়েছে। তার লেখনি বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে।

এর আগে, ২০২৪ সালের এ বিভাগে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান লেখক হান ক্যাং