এক ভিসায় উপসাগরীয় ছয় দেশ ভ্রমণ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:৫০ পূর্বাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) চলতি বছরই এক ভিসায় ছয় দেশ ভ্রমণের সুযোগ দিতে যাচ্ছে। ইউরোপের শেনজেন ভিসা মডেল অনুসারে তৈরি এই ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ প্রকল্পের মাধ্যমে পর্যটকরা উপসাগরীয় ছয় দেশ ঘুরে দেখতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী এবং এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তউক আল মারি এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

তিনি বলেন, জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা হবে উপসাগরীয় অঞ্চলের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি ইউরোপের শেনজেন ভিসার মতোই কাজ করবে, যার মাধ্যমে পর্যটকরা এক ভিসায় ছয়টি দেশ ভ্রমণ করতে পারবেন।

এই একীভূত পর্যটন ভিসার আওতায় থাকবে,সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন।

আরও পড়ুন: গাজায় প্রথম দফায় মুক্তি পেলেন যারা

ভিসার খরচ ও মেয়াদ এখনও নির্ধারিত হয়নি। বর্তমানে প্রকল্পটি সদস্য দেশগুলোর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই একক ভিসা কার্যকর হলে উপসাগরীয় অঞ্চলের পর্যটন খাতে বিপ্লব ঘটবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, বিনিয়োগ বাড়বে এবং আঞ্চলিক অর্থনীতিতে জিডিপি প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

তারা মনে করছেন, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সবচেয়ে বেশি পর্যটক আকর্ষণ করতে পারবে এই নতুন ব্যবস্থায়।

জিসিসি সদস্য দেশগুলো এই ভিসাকে কেবল পর্যটন নয়, বরং বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের কৌশলগত উদ্যোগ হিসেবেও দেখছে। এর মাধ্যমে অঞ্চলটি নিজেকে একটি সমন্বিত গন্তব্য হিসেবে তুলে ধরতে পারবে, যা বৈশ্বিক পর্যটনে মধ্যপ্রাচ্যের অবস্থান আরও শক্ত করবে। সূত্র: সৌদি গ্যাজেট, খালিজ টাইমস