নরসিংদীতে সিসা তৈরি কারখানায় ভয়াবহ আগুন, দগ্ধ ৭ শ্রমিক

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪৫ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় অবস্থিত পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাতজন শ্রমিক।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ শ্রমিকরা হলেন, সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি গ্রামের কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), একই গ্রামের সাদ্দাম মিয়ার দুই ছেলে হোসেন আলী (২৪) এবং তাইজুল ইসলাম (২৫)। বাকি চারজন শ্রমিকের নাম জানা যায়নি। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাঁচদোনা এলাকায় নিয়ম-নীতি উপেক্ষা করে, প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির কাজ পরিচালনা করে আসছে একটি চীনা প্রতিষ্ঠান। সকাল ১০টার দিকে ওই প্রতিষ্ঠানে কাজ চলাকালে হঠাৎ করে আগুন লাগে। এতে সাতজন শ্রমিক দগ্ধ হন। পরে অগ্নিদগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।