বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে এরিস্টো আই হসপিটালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:২০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে এরিস্টো আই হসপিটাল এক মনোজ্ঞ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ৯টা ৩০ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত র‍্যালিতে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও সব স্তরের কর্মকর্তাকর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান। তিনি এ বছরের বিশ্ব দৃষ্টি দিবসের প্রতিপাদ্যআপনার চোখকে ভাল রাখুন” এর তাৎপর্য তুলে ধরেন এবং চক্ষু চিকিৎসার আধুনিক সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ শতাধিক রোগী হাসপাতালে,চলতি বছরে মৃত্যু ২২৪

আলোচকগণ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে চক্ষু চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে এরিস্টো আই হসপিটালআধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের আন্তরিকতা রোগীদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা মত প্রকাশ করেন।