ধামরাইয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ৫

Sadek Ali
মো. নাজমুল হাসান, ধামরাই
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশেষ অভিযানে ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোহাদ্দেছ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও  জেলা পরিষদের সাবেক সদস্য সানাউল হক সুজন, ধামরাই ইউপি সাবেক  চেয়ারম্যান মো. মশিউর রহমান,  নবযুগ কলেজ কুশুরা  ছাত্রলীগের  সাবেক আহবয়ক আমিনুল ইসলাম  ও উপজেলা যুবলীগের  নেতা আহাদ আন নূরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে ৭ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃত সবাইকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মদপানে ৬ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১

২০২৪ সালের ৫ আগষ্ঠ ধামরাই হার্ডিজ্ঞ স্কুল এন্ড কলেজের সামনে  কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। 

এব্যাপারে ঢাকা জেলা (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আরাফাতুল ইসলাম জানান, কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ  হত্যা মামলার আসামী  ৫ জনকেই সাভারের নবীনগরে  একটি আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশকে সত্যিকার অর্থে উৎপাদনশীল করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে: ড. মঈন খান