ঢাবিতে রোকেয়া হলের ডাইনিং, ক্যান্টিন ও দর্জির দোকানের টেন্ডার বাতিল, নতুন দরখাস্ত আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে শাপলা ডাইনিং ও ক্যান্টিন এবং দর্জির দোকান পরিচালনার জন্য নতুন করে দরখাস্ত আহ্বান করা হয়েছে। হলের ছাত্রীদের অভিযোগ এবং নিয়ম-কানুনের পুনরাবৃত্তি ভঙ্গের কারণে তিন দফা শোকজের পর পূর্ববর্তী টেন্ডার বাতিল করা হয়েছে।
রোকেয়া হল সংসদের ভিপি ফাতেমাতুল জান্নাত ইমা জানিয়েছেন, “ছাত্রীদের অভিযোগ এবং নিয়ম ভঙ্গের পুনরাবৃত্তি বিবেচনা করে আগের টেন্ডার বাতিল করা হয়েছে। ইতোমধ্যেই নতুন টেন্ডার আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।”
আরও পড়ুন: শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ
হল প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাপলা ডাইনিং ও ক্যান্টিনে সকাল ও বিকেলের নাস্তা, দুপুর এবং রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে এককালীন ২ লাখ ৫০ হাজার টাকা জামানত এবং মাসিক ভাড়া আলোচনা সাপেক্ষে প্রদান করতে হবে। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই এটি পরিচালনা করতে হবে, অন্য কাউকে সাব-কন্ট্রাক্ট দেওয়া যাবে না।
আগ্রহী প্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত (নাম, পিতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, অভিজ্ঞতার বিবরণ ইত্যাদি) আগামী ২৬ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে প্রাধ্যক্ষের বরাবর জমা দিতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে দুটি পাসপোর্ট সাইজ ছবি, ট্রেড লাইসেন্স, ট্যাক্স সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্সও দিতে হবে।
আরও পড়ুন: ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ: নীলক্ষেতে রাতভর উত্তেজনা
রোকেয়া হল প্রশাসন জানিয়েছে, ডাইনিং ও ক্যান্টিনের জন্য প্রয়োজনীয় তৈজসপত্র হল কর্তৃপক্ষ সরবরাহ করবে এবং গ্যাস ও বিদ্যুৎ বিনা মূল্যে ব্যবহার করা যাবে। তবে সরবরাহকৃত জিনিসপত্রের রক্ষণাবেক্ষণ বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির দায়িত্ব। অভিজ্ঞ আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া দর্জির দোকান পরিচালনার জন্য একজন অভিজ্ঞ মহিলা পরিচালকের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীরা ২৩ অক্টোবর ২০২৫-এর মধ্যে প্রাধ্যক্ষের বরাবর আবেদন করতে পারবেন। ভাড়া ও জামানতের টাকা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং সাব-কন্ট্রাক্ট দেওয়া যাবে না।
দুই বিজ্ঞপ্তিতেই উল্লেখ করা হয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। সাক্ষাৎকারের তারিখ ও সময় পরে জানানো হবে।