লালাখালে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

Sanchoy Biswas
সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:২৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জৈন্তাপুর উপজেলার লালাখাল (সারী নদী–৩) এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আরও পড়ুন: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নে জামায়াতের র‌্যালি

অভিযানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা জারিকৃত সারী–৩ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আলাউদ্দিন (৩২)। তিনি উপজেলার কালিন্জিবাড়ী এলাকার তৈয়ব আলীর পুত্র।

অভিযানে আটক ব্যক্তিকে ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪(খ) ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন: দেবীদ্বারের কৃষিতে ফিরেছে সবুজ হাসি

এ সময় মোবাইল কোর্ট পরিচালনার সময় স্থানীয় প্রশাসনের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন (১৯ বিজিবি) লালাখাল বিওপির একটি টিম উপস্থিত ছিল।

এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, জেলা প্রশাসন, সিলেটের নির্দেশনা মোতাবেক অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।