নোবেল না পেলেও শান্তির জন্য কাজ করে যাবেন ট্রাম্প: হোয়াইট হাউজ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:২৭ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পেলেও বিশ্বশান্তির জন্য তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে এ বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি। পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ জানায়, পুরস্কার প্রদানের ক্ষেত্রে শান্তির চেয়ে রাজনীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধ বন্ধ ও জীবন রক্ষার কাজ অব্যাহত রাখবেন। তার রয়েছে মানবিক হৃদয়। নিজের ইচ্ছাশক্তিতে তিনি যা করতে চান, তা সম্ভব করে দেখান। নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে গুরুত্ব দিয়েছে।”

উল্লেখ্য, ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন মারিয়া কোরিনা মাচাদো। তিনি ভেনেজুয়েলার একনায়কতন্ত্রবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা। সরকারের রোষানলের কারণে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

আরও পড়ুন: গাজায় প্রথম দফায় মুক্তি পেলেন যারা

বার্তাসংস্থা এএফপিকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, আরেক বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া ফোনে তাকে শুভেচ্ছা জানান। ফোনালাপে মারিয়া বলেন, আমি অবাক! জবাবে গঞ্জালেজ বলেন, ‘আমরাও অবাক, তবে আনন্দিত।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, মারিয়া কোরিনা দেশের সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকারের পথে উদ্বুদ্ধ করেছেন এবং সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ভেনেজুয়েলাকে নতুন পথে নিতে ভূমিকা রেখেছেন।

সূত্র: রয়টার্স, এএফপি