পাঁচ বছর পর চীন-ভারত সরাসরি বিমান চলাচল পুনরায় চালু

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৪০ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় চালু হচ্ছে। রোববার (২৬ অক্টোবর) থেকে দুই দেশের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে। এ পদক্ষেপকে এশিয়ার দুই বড় শক্তির সম্পর্ক পুনরুদ্ধারের একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের দুই সবচেয়ে জনবহুল প্রতিবেশী দেশ কৌশলগতভাবে প্রতিদ্বন্দ্বী অবস্থানে থাকলেও ২০২০ সালের সীমান্ত উত্তেজনার পর সম্পর্কের টানাপড়েন ধীরে ধীরে কমতে শুরু করেছে।

আরও পড়ুন: পাকিস্তান-আফগান এলাকায় সংঘর্ষে পাঁচ সেনা ও ২৫ জঙ্গি নিহত

ভারত সরকার জানিয়েছে, সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যও ধীরে ধীরে স্বাভাবিক হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক চাপে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তার অভিযোগ, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধকে পরোক্ষভাবে সহায়তা করছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ট্রাম্পের নাচের ভিডিও ভাইরাল

স্থানীয় সূত্র জানায়, ভারতের অন্যতম বৃহৎ এয়ারলাইন ইন্ডিগো কলকাতা থেকে চীনের গুয়াংঝুতে দৈনিক ফ্লাইট পরিচালনা শুরু করবে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টায় ছেড়ে যাবে।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভাপতি রাজীব সিং বলেন, সরাসরি ফ্লাইট চালুর ফলে যাতায়াত সময় কমবে, পণ্য পরিবহনে সুবিধা হবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।

ইতিহাস অনুযায়ী, কলকাতার সঙ্গে চীনের সম্পর্ক বেশ পুরোনো। ব্রিটিশ আমলে অনেক চীনা ব্যবসায়ী কলকাতায় বসতি গড়ে তুলেছিলেন। সেই সূত্রে এখনো শহরে চায়নিজ সংস্কৃতি ও খাবারের জনপ্রিয়তা বিদ্যমান।

কলকাতার ট্যাংরা চায়নাটাউনের সিভিল সোসাইটি নেতা চেন খোই কুই বলেন, আমাদের অনেকের আত্মীয়-স্বজন চীনে থাকে। সরাসরি আকাশপথ চালুর ফলে যোগাযোগ, বাণিজ্য ও পর্যটন—সবই আরও সক্রিয় হবে।