উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ভারতের ৩ রাজ্যে সতর্কতা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:২৮ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও শক্তি সঞ্চয় করে দ্রুতই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)-র সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ছয় ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর অতিক্রম করে ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমমুখে অগ্রসর হয়েছে ঝড়টি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই এটি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। এর আগে মঙ্গলবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি ‘প্রবল ঘূর্ণিঝড়’-এ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আছড়ে পড়ার সময় ঝড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে; দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার।

আরও পড়ুন: তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন

ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বেশ কিছু জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে এবং ট্রেন সার্ভিস আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশে রাজ্য সরকার জরুরি ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম খুলেছে। উদ্ধারকারী বাহিনীর দল মোতায়েন করা হয়েছে উপকূলবর্তী এলাকায়। তেলঙ্গানা এবং কর্নাটকের উপকূলীয় অঞ্চলসহ দেশটির দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। ওড়িশার গজপতি ও উপকূলবর্তী আরও কয়েক জেলায় গতকাল রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হারিকেন মেলিসা’, জ্যামাইকায় আঘাত হানতে পারে