সাভারে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকার সাভারে অভিযান চালিয়ে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানাধীন সাভার নামাবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: টঙ্গীর নিখোঁজ খতিব অপহৃত নন, স্বেচ্ছায় পঞ্চগড়ে গিয়েছিলেন: পুলিশ
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া জেলার আদমদীঘি থানার শান্তার হাট চা বাগান এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মোঃ সাজু (৩৫) ও সাভার নামাবাজার মধ্যপাড়া এলাকার মৃত আলাউদ্দিন ফকিরের ছেলে আনোয়ার পারভেজ (৪০)। সাজু বর্তমানে সাভার দক্ষিণ নামাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভার নামাবাজার এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে হেরোইনসহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আরও পড়ুন: ভৈরবে দাবি আদায়ে নৌপথ অবরোধ
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।





