৩০ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:৩৪ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খরচ কমানোর কৌশল ও মহামারির সময় অতিরিক্ত কর্মী নিয়োগের ভার সামলাতে যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কোম্পানিটি এবার প্রায় ৩০ হাজার করপোরেট কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, ২০২২ সালের পর এটিই হবে অ্যামাজনের সবচেয়ে বড় কর্মী সংকোচন।

আরও পড়ুন: উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করপোরেট খরচ কমানো এবং মহামারির সময় অতিরিক্ত কর্মী নিয়োগের প্রভাব সামাল দেওয়ার জন্য অ্যামাজন আবারও ছাঁটাই শুরু করতে যাচ্ছে। তিনটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকেই ছাঁটাইয়ের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রতিষ্ঠানটির একাধিক ম্যানেজারকে আগের দিন কর্মী ছাঁটাই সংক্রান্ত প্রশিক্ষণও দেওয়া হয়েছে, যাতে ইমেইলের মাধ্যমে নোটিশ পাঠানোর পর পরিস্থিতি সামাল দেওয়া যায়।

আরও পড়ুন: উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ভারতের ৩ রাজ্যে সতর্কতা

জানা গেছে, নতুন দফার এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারে অ্যামাজনের, মানবসম্পদ বিভাগ (HR), অপারেশনস বিভাগ, ডিভাইস ও সার্ভিস বিভাগ, অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) বিভাগ। অ্যামাজনের মোট কর্মী সংখ্যা বর্তমানে প্রায় ১৫ লাখ ৫০ হাজার। এর মধ্যে করপোরেট কর্মী প্রায় ৩ লাখ ৫০ হাজার। নতুন করে ছাঁটাই করা ৩০ হাজার কর্মী করপোরেট পর্যায়ের প্রায় ১০ শতাংশ বলে জানানো হয়েছে।

এর আগে ২০২২ সালের শেষের দিকে অ্যামাজন প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছিল তবে এবারের সংখ্যা আরও বেশি, যা কোম্পানির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই হতে যাচ্ছে। অ্যামাজনের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন, বলে জানিয়েছে রয়টার্স ও ব্লুমবার্গ।