পটুয়াখালীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:২৭ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল ঝাউতলা ও তিতাস মোড়ে এসে একত্রিত হয়। পরে বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনানী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন কর্নেল জেহাদ খান

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল আমিন লিটন গাজী সহ অন্যান্যরা।

এছাড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান রুমী ও জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলামিন সুজনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় আড়াই হাজার ফুলকপি কেটে দিয়েছে দুর্বৃত্তরা, কেমন শত্রুতা!

এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী আনন্দ র‍্যালীতে অংশগ্রহণ করেন।