২৫০ কিমি বেগে আঘাত

হারিকেন মেলিসার ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব, নিহত ৭

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:৪৮ পূর্বাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অতিপ্রবল হারিকেন মেলিসা ক্যারিবীয় অঞ্চলে ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। বিশেষজ্ঞদের মতে, ঝড়টি জ্যামাইকায় বিপর্যয়কর বন্যা, ভূমিধস এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে। এর ফলে হাজার হাজার পরিবার গৃহহীন হওয়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস জানিয়েছে, ঝড়ের প্রভাবে ১৫ লাখেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, মেলিসা বর্তমানে ক্যাটাগরি-৫ মাত্রায় অবস্থান করছে এবং ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ২৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি। এতে উপকূলীয় অঞ্চলগুলোতে জলোচ্ছ্বাসে প্লাবন ও অনেক এলাকায় সংযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মন্থা’ আঘাত হানলো অন্ধ্র প্রদেশে, নিহত ১, আহত ২

এ পর্যন্ত পাওয়া তথ্যে, ঝড়ের তাণ্ডবে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে— এর মধ্যে জ্যামাইকায় তিনজন, হাইতিতে তিনজন এবং ডোমিনিকান রিপাবলিকে একজন**। স্থানীয় প্রশাসন আরও একজনকে নিখোঁজ বলে জানিয়েছে।

জ্যামাইকার সরকার বলছে, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে এবং একটি অনলাইন সহায়তা পোর্টাল খোলা হয়েছে।

আরও পড়ুন: ইসরায়েলের নতুন হামলায় গাজায় নিহত ১৮, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা

এদিকে, ঝড়টির প্রভাব প্রতিবেশী কিউবাতেও দেখা দিতে শুরু করেছে। সেখানে উপকূলীয় এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বুধবার ভোর নাগাদ মেলিসা কিউবার ভূমিতে আঘাত হানতে পারে।

আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তন ও সাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে হারিকেন মেলিসা অতিরিক্ত শক্তি অর্জন করেছে— যা কেবল জ্যামাইকা নয়, পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্য বড় মানবিক বিপর্যয়ের সংকেত দিচ্ছে।