কমান্ডারের ইচ্ছায় গুলি
গাজায় বেসামরিক নাগরিক হত্যার স্বীকারোক্তি ইসরায়েলি সেনাদের
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে বেসামরিক মানুষ হত্যার দায় স্বীকার করেছেন ইসরায়েলি সেনারা নিজেরাই। ব্রিটেনের আইটিভিতে প্রচারিত হতে যাওয়া এক ডকুমেন্টারিতে সেনারা জানিয়েছেন, যুদ্ধ চলাকালে সেনা কর্মকর্তাদের নির্দেশে নির্বিচারে গুলি চালানো হয়েছে সাধারণ ফিলিস্তিনিদের ওপর।
মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
আরও পড়ুন: ইসলামাবাদে আত্মঘাতী হামলায় ১২ জন নিহত, আহত ২৭: স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য
একজন ট্যাংক ইউনিট কমান্ডার বলেন, যদি তুমি অবাধে গুলি চালাতে চাও, এখানে তা সম্ভব। কেউ বাধা দেয় না।
দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছে — যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আরও পড়ুন: ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা
ইসরায়েলি সেনারা স্বীকার করেছেন, অনেক সময় ফিলিস্তিনি সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।
সাঁজোয়া বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন ইয়োতাম ভিল্ক বলেন, গাজায় (অর্থাৎ শত্রুর সক্ষমতা, উদ্দেশ্য ও সামর্থ্য) এসব নিয়মের কোনো প্রয়োগ নেই। শুধু সন্দেহই যথেষ্ট—যদি কেউ নিষিদ্ধ এলাকায় হাঁটে, তাতেই গুলি।
অন্য এক সেনা, ইলি, বলেন, জীবন-মৃত্যু এখন কোনো নিয়মে নয়, কমান্ডারের বিবেকই ঠিক করে দেয় কে বাঁচবে আর কে মরবে।
ইলি আরও জানান, একবার একজন কর্মকর্তা কেবল কাপড় শুকাতে থাকা এক ব্যক্তির কারণে পুরো একটি ভবন গুঁড়িয়ে দিতে নির্দেশ দেন, যাতে বহু মানুষ মারা যায়।
ডকুমেন্টারিতে দেখা যায়, মার্কিন ও ইসরায়েল-সমর্থিত পরিচালিত সহায়তা কেন্দ্রগুলোতে খাদ্য সংগ্রহে আসা বেসামরিকদের উপর ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণ।
এক ঠিকাদার স্যাম বলেন, দেখলাম দুইজন মানুষ খাবারের লাইনে দৌড়াচ্ছে। দুজন সৈন্য তাদের অনুসরণ করল, হাঁটু গেড়ে গুলি করল। তাদের মাথা পেছনে হেলে পড়ে গেল—তাৎক্ষণিক মৃত্যু।
জাতিসংঘ জানিয়েছে, এ ধরনের সহায়তা পয়েন্টের আশপাশে ৯৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি গুলিতে।
ডকুমেন্টারিতে আরও উঠে এসেছে, ইসরায়েলের ভেতরেই কিছু রব্বি ও রাজনীতিবিদ ফিলিস্তিনিদের ‘বৈধ টার্গেট’ হিসেবে বর্ণনা করেছেন।
রব্বি আভরাহাম জারবিভ, যিনি ৫০০ দিনেরও বেশি গাজায় ছিলেন, বলেন, সবকিছুই সেখানে সন্ত্রাসী অবকাঠামোর অংশ। আমরা পুরো সেনাবাহিনীর আচরণ বদলে দিয়েছি।
জাতিসংঘের কমিশন সেপ্টেম্বরে জানিয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা সংঘটিত করেছে।
এক সেনা কর্মকর্তা ড্যানিয়েল ডকুমেন্টারিতে বলেন, আমি এখন শুধু লজ্জিত একজন ইসরায়েলি অফিসার—গর্ব আর অবশিষ্ট নেই।





