৩০ হাজার টন পেট্রোকেমিক্যাল পণ্যবাহী বিদেশি ট্যাঙ্কার জব্দ করল ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:৪৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী মাকরান উপকূলের দক্ষিণ জলসীমা থেকে একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে। আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, ইরানি জাতির স্বার্থ ও সম্পদ রক্ষার অংশ হিসেবে ‘তালারা’ নামের ট্যাঙ্কারটি জব্দ করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মেহের নিউজ।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

বিবৃতিতে বলা হয়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে আদালতের নির্দেশ পাওয়ার পর আইআরজিসির দ্রুত প্রতিক্রিয়া ইউনিট ট্যাঙ্কারটির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। বাণিজ্যিক নাম ‘তালারা’ এবং মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটি আটক করা হয়।

তালারা ট্যাঙ্কারটিতে প্রায় ৩০ হাজার টন পেট্রোকেমিক্যাল পণ্য ছিল এবং এটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করছিল। আইআরজিসির পক্ষ থেকে আরও বলা হয়, জাতীয় স্বার্থ সুরক্ষার আইনগত দায়িত্ব পালনের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। জাহাজের কার্গো, নথিপত্র ও অন্যান্য বিষয় পর্যালোচনার কাজ আইআরজিসির সংশ্লিষ্ট টিম বর্তমানে সম্পন্ন করছে।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল