আঞ্চলিক পরিস্থিতি ও পরমাণু প্রসঙ্গে মিশর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৬ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দুই দেশের কূটনীতিকরা পারস্পরিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি আরাগচি এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি চলমান আঞ্চলিক সংকট, বিশেষ করে লেবানন ও গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা করেন।

আরও পড়ুন: থাই–কম্বোডিয়া সীমান্তে নতুন সংঘাত: ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি উদ্যোগ

দুই শীর্ষ কূটনীতিক ইসরাইলের অব্যাহত আগ্রাসন, যুদ্ধবিরতি লঙ্ঘন, এবং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান মানবতাবিরোধী অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন বলে জোর দেন।

ফোনালাপে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কেও আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরাগচি তার দেশের অবস্থান ও দৃষ্টিভঙ্গি মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

দুই পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

সূত্র: মেহের নিউজ