সিরিয়ায় দুই মার্কিন সেনা নিহত, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩২ পূর্বাহ্ন, ১৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এর হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন মার্কিন সেনা আহত হয়েছেন। হামলার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই হামলার ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক নগরী পালমিরার নিকটবর্তী এলাকায় মার্কিন ও সিরীয় বাহিনীর যৌথ অভিযানের সময় এ হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান, অভিযানের অংশ হিসেবে মার্কিন সেনারা স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছিলেন। ঠিক সেই সময় আইএসের এক বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। পরে ঘটনাস্থলেই হামলাকারী নিহত হয়। নিরাপত্তাজনিত কারণে নিহত মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এ ঘটনায় সিরীয় নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, বিশ্বের যেখানেই মার্কিন নাগরিকদের ওপর হামলা চালানো হবে, হামলাকারীদের তার ভয়াবহ মূল্য দিতে হবে।

আরও পড়ুন: ন্যাটোর যেকোনো সদস্যদেশে হামলা চালাতে পারে রাশিয়া: ন্যাটো মহাসচিব

এদিকে রয়টার্সকে স্থানীয় তিন কর্মকর্তা জানান, হামলাকারী ব্যক্তি সিরীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ওই ব্যক্তি বাহিনীর কোনো গুরুত্বপূর্ণ বা নেতৃত্বস্থানীয় পদে ছিলেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরেদ্দিন আল-বাবা আল-ইখবারিয়া টেলিভিশনকে বলেন, গত ১০ ডিসেম্বরের একটি নিরাপত্তা মূল্যায়নে ওই ব্যক্তির মধ্যে চরমপন্থি চিন্তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এ বিষয়ে রোববার (১৪ ডিসেম্বর) সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।

এদিকে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ নিহতদের ‘তিনজন মহান দেশপ্রেমিক’ হিসেবে উল্লেখ করেন এবং এই হামলার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দেন।