বিসিএস ক্যাডার পদ ছেড়ে দ্বিতীয় শ্রেণীর সাব রেজিস্টার এর চাকরিতে যোগদান

Abid Rayhan Jaki
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ১৪ জুন ২০২৪ | আপডেট: ১১:৩৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিসিএস তথ্য ক্যাডার পদের চাকরি ছেড়ে নন-ক্যাডারের চাকরিতে যোগ দিয়েছেন একজন সহকারী বেতার প্রকৌশলী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা বাংলাদেশ বেতারের গবেষণা ও গ্রহণ কেন্দ্রের সহকারী বেতার প্রকৌশলী আদনান ফেরদৌস ৪১তম বিসিএসের মাধ্যমে নন-ক্যাডার সাবরেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন: এসএসসি পাসেই মিলবে দুদকে চাকরি

সাবরেজিস্ট্রার পদে যোগদানের জন্য আদনান ফেরদৌসের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ৫ জুন তারিখ অপরাহ্ণে বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

বিসিএস তথ্য ক্যাডারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিসিএসে উত্তীর্ণ হয়ে বেতারে যোগ দিয়ে ১০ বছরেও পদোন্নতি হয় না। পদোন্নতি না হওয়ার কারণে আর্থিক ক্ষতির চেয়েও মর্যাদাসংকটে বেশি ভুগতে হয়। এ কারণে অনেক কর্মকর্তা তথ্য ক্যাডার ছেড়ে দেওয়ার কথা ভাবতে বাধ্য হচ্ছেন। সরকার ক্যাডার বৈষম্য কমানোর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখের বেশি শিক্ষক নিয়োগ

আদনান ফেরদৌস প্রথম শ্রেণীর বিসিএস চাকরি ছেড়ে দ্বিতীয় শ্রেণীর চাকরিতে যোগ দেওয়াই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।  অনেকে বলছেন রেজিস্টার একটি লোভনীয় পদ

 তাই তিনি তথ্য ক্যাডারের পথ ছেড়ে দিয়েছেন।  অনেকেই নৈতিকতা নিয়েও প্রশ্ন করেছেন।