মালয়েশিয়ার উদ্দেশে রওনা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটির উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, রোববার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরের মূল উদ্দেশ্য মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। দেশটি যাতে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশ থেকে নেয়, সে লক্ষ্যেই এই সফরে নানা আলোচনা ও চুক্তি হবে।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রেস সচিব আরও জানান, সফরে বাংলাদেশের জ্বালানি, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন খাতে মালয়েশিয়ার বহুজাতিক কোম্পানিগুলোর বিনিয়োগ টানার উদ্যোগ নেওয়া হবে।
জানা গেছে, ১১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত এই সফরে দুই দেশের সরকারপ্রধান দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। মালয়েশিয়ার বিনিয়োগকারীদের সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া, কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে।
আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে দেয়া হয়নি
১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ও তাদের পাসপোর্ট সমস্যা নিয়েও আলোচনা হবে। ১৩ আগস্ট বিজনেস কনফারেন্সে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি প্রদানের অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও সুলতান উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। গত অক্টোবরে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম।