জুলাই-আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে সোমবার (৪ আগস্ট) সকালে। সাক্ষ্যগ্রহণ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
সোমবার( ৪ আগস্ট) ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে গতকাল রবিবার মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
আরও পড়ুন: দুর্নীতির মামলায় সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ কারাগারে
গতকাল প্রথম দিনের শুনানিতে আহত ভুক্তভোগী খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্যগ্রহণ করা হয়। তিনি ট্রাইব্যুনালে বলেন, “৫ আগস্ট আমার জীবনের বিভীষিকাময় দিন ছিল। শেখ হাসিনার নির্দেশেই আমার মতো হাজারো নিরীহ মানুষের ওপর হামলা চালানো হয়েছিল।” তিনি শেখ হাসিনাকে এই হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিকভাবে এই মামলায় তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয়। মামলার প্রধান অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন, আর সাবেক আইজিপি মামুন কারাগারে আটক রয়েছেন।
আরও পড়ুন: সাবেক যুবলীগ নেতা জি কে শামীমকে খালাস দিলেন হাইকোর্ট