সাবেক আইজিপি মামুন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি রাজসাক্ষী হিসেবে এ জবানবন্দি প্রদান করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
আরও পড়ুন: সাংবাদিক নির্যাতন মামলা, সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আবদুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
প্রসিকিউশন সূত্র জানিয়েছে, মামলাটিকে সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে। জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের বিচার দ্রুত শেষ করতে জবানবন্দি গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে মিলল যে তথ্য
গত ১০ জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করেন শেখ হাসিনার এ মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন। একই সঙ্গে নিজের সব দায় স্বীকার করেন।
এ মামলায় গত ৩ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা, কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা।
ট্রাইব্যুনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আরও আসামি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।