ট্রাইব্যুনালে ময়না তদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য

আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ, ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে নতুন তথ্য

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১১ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৩০ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্য দিতে শুরু করেন ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম।

তিনি জানান, আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে মারা যান—এমন রিপোর্টই প্রথমে করা হয়েছিল। তবে নানামুখি চাপ প্রয়োগ করে এই রিপোর্টটি মোট পাঁচবার পরিবর্তন করা হয়। ডা. রাজিবুল ইসলামের দাবি, প্রথম রিপোর্টটিই সঠিক ছিল।

আরও পড়ুন: জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

এর আগে মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন আবু সাঈদের বাবা ও এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক। বাবার বক্তব্যে উঠে আসে—তিনি বেঁচে থাকতে সন্তানের হত্যার বিচার দেখে যেতে চান। সাংবাদিক সাক্ষ্যে তুলে ধরেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলার ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। এ মামলায় এখন পর্যন্ত রাজসাক্ষী চৌধুরী মামুনসহ মোট ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন।

আরও পড়ুন: স্পেশাল ম্যাজিস্ট্রেট ছয় মাসে ৫৫৫৮ টি মামলা নিষ্পত্তি